চীনে ৭.৪ মাত্রার ভূমিকম্প

0 ৫১৫

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংঘাই প্রদেশে আজ শনিবার ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানায়, বেইজিংয়ের স্থানীয় সময় শনিবার রাত ২টা ৪ মিনিটে ভূমিকম্পটি প্রদেশের গলোগ তিব্বতি স্বায়ত্তশাসিত এলাকার মাদুও কাউন্টিতে আঘাত হানে। উদ্ধারকর্মীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেছেন।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি-না তা এখন পর্যন্ত জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীনের মাদুও জেলার ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

 

এর আগে শুক্রবার ভোরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ছয় দশমিক এক মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.