আল-আমিন হোসেন: চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র ঐকান্তিক প্রচেষ্টায় পুলিশ লাইন্স ড্রিলশেড সংলগ্ন অত্যাধুনিক “ওয়াসব্লক” নির্মাণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার উক্ত কাজের অগ্রগতি পরিদর্শন করেন জনাব আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। এ সময় নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজের বিভিন্ন দিকের তদারকি করেন।
নির্মাণকাজ পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার, জনাব আনিসুজ্জামান লালন সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন বইয়ের পৃষ্ঠা একটা সময় মূল্যবান হলেও সময়ের প্রয়োজনে সেটি মূল্যহীন হয়ে পড়ে। তেমনি ভাবে হয়তো একদিন পৃথিবীতে থাকবো না কিন্তু থেকে যাবে বিশেষ কিছু স্মৃতিময় মুহূর্তগুলো।দেশের জন্য, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে জাতির সহায়তায়।
এসময় উপস্থিত ছিলেন জনাব শেখ শফিকুর রহমান, আরওআই, রিজার্ভ অফিস, জনাব আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, এছাড়াও চুয়াডাঙ্গাসহ পুলিশ লাইন্স কেন্দ্রিক বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।