চোটে ছিটকে গেলেন বার্সেলোনার দুই তারকা

৩৬৮
বার্সেলোনার দুই তারকা ফুটবলার পেড্রি ও জোর্দি আলবা। ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে ছিটকে গেলেন বার্সেলোনার দুই তারকা ফুটবলার পেড্রি ও জোর্দি আলবা। কাতালান ক্লাবটি এরই মধ্যে নিশ্চিত করেছে খবরটি।

স্পেনের সংবাদমাধ্যম মার্কার খবরে জানা গেছে, পেড্রি বাঁ-উরুতে ব্যথা পেয়েছেন। আলবা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। কবে তাঁরা মাঠে ফিরবেন সেটা নিশ্চিত নয়।

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে যায় বার্সেলোনা। সে ম্যাচে আলবা ৭৪ মিনিটে মাঠ ছাড়েন। অবশ্য পেড্রি পুরো ম্যাচ খেলেন।

গত মৌসুমে সব মিলে ৫৬টি ম্যাচ খেলেছিলেন পেড্রি। ইউরো ২০২০ ও টোকিও অলিম্পিকেও স্পেন দলের হয়ে খেলেন তিনি।

আগামী সোমবার গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে এই দুজন খেলতে পারবেন না। কাডিজ ও লেভান্তের বিপক্ষে তাঁদের খেলা নিয়েও শঙ্কা রয়েছে।

আগামী ২৯ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচে বার্সেলোনা বেনফিকার মুখোমুখি হবে। তিন দিন পর লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে কাতালান জায়ান্টরা।

Comments are closed.