ছাত্রলীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন

২৩৫
বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে সমাবেশ। ছবি :সংগৃহীত

বিজয় মিছিল শেষে এক সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আজ বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে অনেকে বিদেশে লবিস্ট নিয়োগ করছে। বিদেশি মোড়লদের কাছে ধরনা দিচ্ছে। তখন বিদেশি সেই মোড়লরা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা সেসব বিদেশি মোড়লদের বলব, বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলা অধিকার আপনাদের কেউ দেয়নি। ৭১ সালে কোথায় ছিল আপনাদের মানবাধিকার তখন তো অস্ত্র দিয়ে পাকিস্তানিদের সহযোগিতা করেছেন। আগে নিজেদের মানবতা ঠিক করেন।

লেখক ভট্টাচার্য আরও বলেন, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন জননেত্রী শেখ হাসিনা। যা আজ সারা বিশ্বে সমাদৃত।

আনন্দ মিছিল শেষে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন ‘বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর বর্তমানে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। এ রোল মডেলের মহানায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

আল নাহিয়ান খান জয় আরও বলেন ‘অনেকে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে। রাতে টকশোতে টিভি গরম রাখছে। তাদের উদ্দেশে বলছি, আপনারা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনাদের সব ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ একাই যথেষ্ট।

Comments are closed.