জনগণের ভালোবাসায় সিক্ত এমপি আয়েন উদ্দিন   

0 ১২১
মোহনপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনে রাজশাহী ৫৪ পবা মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি জনগণের ভালোবাসায় সিক্ত।আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেলেও কেন্দ্রীয় কার্যালয়ের ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সতন্ত্র প্রার্থী হিসাবে এবারে নির্বাচন করতে পারবেন।
আজ ২৯শে নভেম্বর বুধবার সকালে ঢাকা হতে রাজশাহী বিমান বন্দরে সকলের প্রানের নেতা সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপির আগমনের কথা জানতে পেরে হাজার হাজার মটর সাইকেল,মাইক্রো, কার গাড়ি নিয়ে সকাল থেকে নেতাকর্মীরা বিমান বন্দরে ভিড় করতে থাকে।
জনপ্রতিনিধি,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার কৃষক, শ্রমিক, জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকলের প্রিয়নেতা বিমান বন্দরে নামার সাথে সাথে সবাই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।পরে তাদের প্রিয়নেতা আয়েন উদ্দিন এমপির বক্তব্য শুনে সকলে সাথে করে নিয়ে পবা ও মোহনপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে বক্তব্য দেন।
বক্তব্যে এমপি বলেন,আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের বাহিরে কিছুই করবো না।এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ভাবেই চলবো।

Leave A Reply

Your email address will not be published.