
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার জন কৃষকের মাঝে ২ কেজি বীজ ও ৩০ কেজি সার এবং ৪ শত ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, আহসান হাবীব ও উপজেলা জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। এসময় কৃষি অফিসার শাহাদাৎ হোসেন আসন্ন আমন মৌসুমে কৃষকদের কৃষি অফিস কর্তৃক নির্ধারিত ডিলারের কাছ থেকে যাচাই করে উন্নত বীজ নেওয়ার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও যেকোনধরনের পরামর্শের জন্য কৃষি অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।