এন.আই মানিক, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : জলঢাকায় বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিনটি পালনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে শোক র্যালী নিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা সহকারী কমিশনার ভুমি সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ।
পরে এ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের উদ্যোগে দিবসটি যথাযথ ভাবে সফল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে একটি র্যালী জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন শেষে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ একে আজাদ, শ্রমিক নেতা আব্দুর রশিদ প্রমূখ।