জাকার্তার বায়ু দূষণের জন্য দায়ী প্রেসিডেন্ট : ইন্দোনেশিয়ার আদালত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বায়ু দূষণের জন্য প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করেছেন দেশটির আদালত। তাঁদের অবহেলার জন্য বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলেও মন্তব্য করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আদালত রাজধানী জাকার্তার বায়ুর মানের উন্নতি সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
২০১৯ সালে জাকার্তার বাতাসকে সবচেয়ে খারাপ বলে আখ্যা দেয় বাতাসের মান পর্যবেক্ষণ কেন্দ্র। ওই বছরই জাকার্তার ৩২ বাসিন্দা মামলা করেন। জাকার্তায় প্রায় ১০ মিলিয়ন মানুষ বসবাস করে।
বাদী পক্ষ অভিযোগ করেন, বায়ু দূষণে শহরের নাগরিকদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। মামলায় বিবাদীদের মধ্যে আছেন দেশটির প্রেসিডেন্ট, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও জাকার্তার গভর্নর।
আদালত উইদোদোকে দেশের বাতাসের মান উন্নয়নের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রাদেশিক সরকারগুলোকে পুরনো যানবাহনের নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করানোরও নির্দেশ দিয়েছেন।
Comments are closed.