জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত গাবতলীতে র‌্যালী ও আলোচনা

১৪৬
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শনিবার (২৩ জুলাই) বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। ছবি প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি: জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে  শনিবার (২৩ জুলাই) বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ইছামতি হলরুমে আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন আলম চান্দু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন, বুলবুল আহম্মেদ, আব্দুররাজ্জাক, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, শহীদুল ইসলাম বাবু, শাহীদুল কবীর টনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, এসআই ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক নাজমা আক্তার’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমূখ।

র‌্যালী পূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র বক্তব্য এবং পদক বিতরন অনুষ্টান শ্রবণ (উপভোগ) করা হয়।

Comments are closed.