নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মা শান্তি কামণা করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১৫ আগষ্ট ) রাত্রি ৮ টায় রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা জয় সরকার ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
জাতীয় ও অন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবার পরিজনকেও নৃশংস হত্যাকান্ডের শিকার হতে হয়েছিলো।
Comments are closed.