‘জানি না কার জন্য বার্সেলোনার খেলা দেখব’

0 ১৯৬
ন্যু ক্যাম্পে মেসির একটি পোস্টারের সামনে মুশফিক। ছবি : সংগৃহীত

অশ্রুসিক্ত চোখে প্রিয় ও ভালোবাসার ক্লাব বার্সেলোনাকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে কেঁদেছে সারা বিশ্বের কোটি-কোটি ফুটবলপ্রেমি।

বার্সেলোনা থেকে মেসির চলে যাওয়ায় মন খারাপ হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমেরও। কারণ মেসির জন্যই বার্সেলোনার ভক্ত হয়েছিলেন মুশফিক। আগামী মৌসুম থেকে বার্সেলোনায় দেখা যাবে না মেসিকে। এমনটা অনেকেই ভাবতে পারছেন না। ভাবতে পারছেন না মুশফিকও। এই মেসির জন্যই তো বার্সেলোনার খেলা দেখতেন বেশির ভাগ ফুটবলপ্রেমি। মেসি না থাকলে, কার জন্যই বার্সার খেলা দেখবেন তাঁরা। তেমনটাই উপলব্ধি মুশফিকেরও।

 

তাই তো নিজের মনের কষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলেন মুশফিক।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মুশফিক লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখে খুব কষ্ট হচ্ছে। তিনি আমার প্রিয় ফুটবল খেলোয়াড় এবং তাঁর কারণে আমি এফসি বার্সেলোনার বিশাল ভক্ত হয়েছি। জানি না কার জন্য আর বার্সেলোনার খেলা দেখব। জাদুকরের জন্য শুভ কামনা রইলো।’

মন খারাপের একটি ইমো জুড়ে এমন স্ট্যাটাসের সঙ্গে ন্যু ক্যাম্পে মেসির একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা ছবিও আপলোড দিয়েছেন মুশফিক।

Leave A Reply

Your email address will not be published.