জাপান থেকে আরও ৬ লাখ ১৬ হাজার টিকা এসেছে
কোভ্যাক্সের আওতায় জাপান থেকে করোনাভাইরাসের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা বাংলাদেশে এসেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসব টিকা এসে পৌঁছায়।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ও ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান ঢাকায় আসে। বাংলাদেশের অনুরোধে জাপান ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।