জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দাখিল ২০০২ হতে কামিল ২০০৮ ব্যাচের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

0 ১২৭

ডেস্ক রিপোর্ট: চট্রগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার দাখিল ২০০২, আলিম ২০০৪, ফাযিল ২০০৬ ও কামিল ২০০৮ ব্যাচের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেহায়ে ইয়াজদাহুম, সিলসিলায়ে আলিয়া ক্বাদেরিয়ার ওফাতপ্রাপ্ত হযরাতে মাশায়েখে কেরাম, মরহুম আসাতাজায়ে কেরাম,মরহুম সহপাঠী, সহপাঠীদের মাতা পিতাদের স্মরনে ও অসুস্থ সহপাঠীদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল চটগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফে ১৯ অক্টোবর (শনিবার) বাদে মাগরিব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন  জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস  হযরতুলহাজ্ব আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল পবিত্র কুরআন খতম, খতমে শেফা, খতমে গাউছিয়া, খতমে দরুদে নূরিয়া শরীফ।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  আহমদ রেজা, হাফেজ মো ইউসুফ, মুদাচ্ছেরুল হক, কামাল উদ্দিন মাসুদ,  আবু বক্কর সিদ্দিক, নুরুল আবছার, মাহতাব, হাফেজ সাইফুদ্দিন নূরানী, আনোয়ার হোসেন শাওন, আবদুশ শাকুর, শাহেদুল হক, মুহাম্মদ আবদুল কাইয়ুম, কাজী মামুনুল ইসলাম, ইসকান্দর সুমন, এস এম শফিউল আলম, শফিউল হক চিশতী, কামরুল হাসান এলিন, হাবিব রেজা দেলোয়ার, হেলাল উদ্দিন, সানাউল্লাহ শিবলী, আহমদ নবী, মো ইব্রাহিম, শাহাদাত হোসেন রনি, সিহাব উদ্দিন, মিসবাহ উদ্দিন লিটন, আব্দুল হামিদ, জামাল উদ্দিন,  মহিউদ্দিন মাহিম , মো সালাউদ্দিন, ওসমান গনি, আবদুল গফুর, সালেহ আহমদ, হাফেজ আবুল হাশেম, হাবিব উল্লাহ রুমি, মীর আহমদ, কাজী জিয়াউর রহমান, ইয়াসিন হাসনাত, মোঃসাইফু্দ্দিন, শফিউর রহমান, গাজী আজিজ, আরিফুল ইসলাম, মো মহিউদ্দিন, কাজী এরশাদ, জাহেদ হাসান, মো সাইফুদ্দিন, শফিউর রহমান সোহেল, আবুল হাসান, এরশাদুল হাসান রুবেল, বেলাল হোসেন, , সৈয়দ শফিউল আলম, হারেস উদ্দিন, ইমাম হোসাইন ইকবাল, মামুন, রহিম উদ্দিন আলিফ, সৈয়দ ফরমান উল্লাহ, সোহেল কায়সার, আহমদ হোসেন, মো আরিফ।

Leave A Reply

Your email address will not be published.