জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মশাল মিছিল

৩০৪
মো: পাভেল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রাজশাহী মহানগরের উদ্দ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ(১ অক্টোবর) শনিবার সন্ধ্যা ৬ টায় গণকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তীর এক বছরব্যাপি কর্মসূচি শুরু জাসদ সমাজতন্ত্রের পতাকা হাতেই বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি এই অস্বাভাবিক সরকার আনার পাকিস্তানপন্থার রাজনীতি প্রতিহত করবে।
কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,প্রতুল কান্তি ভট্টাচার্য্য, জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনজুর হোসেন শিবলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার,যুবজোট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জোহেব রনি,আইন বিষয়ক সম্পাদক মো. পাভেল ইসলাম মিমুল, সদস্য ফয়সাল রহমান রানা, বাংলাদেশ ছাএলীগ (ন-মা) রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।

Comments are closed.