জাহানারার মৃত্যু বার্ষিকীতে রাবির সাধারণ কর্মচারীদের দোয়া মাহফিল

0 ১০৫

রাবি প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়ামের সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন মাতা জাহানারা জামানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়ন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামের সামনে চতুর্থ শ্রেণী কর্মচারী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাহানারা জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় চতুর্থ শ্রেণির সকল কর্মচারী এখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, আজকে আমরা আমাদের নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ মোনাজাতে আয়োজন করেছি। এখানে আমাদের চতুর্থ শ্রেণির সকল কর্মচারী অংশ নিয়েছে। মোনাজাত শেষে আমরা তোবারক বিতরণ করি।

Leave A Reply

Your email address will not be published.