জিমে বুকে ব্যথা, ‘হাসির রাজা’ রাজু শ্রীবাস্তব থামলেন ৫৮ বছরে
জিমে প্রশিক্ষণের সময় বুকে ব্যথা অনুভব করেন ‘হাসির রাজা’খ্যাত ভারতীয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ১০ আগস্ট থেকে ‘এইমস’ হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ৫৮ বছর বয়সে বিদায় নিলেন এই কৌতুক অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত দেড় মাসের চিকিৎসাপর্বে একের পর এক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল রাজুর। গত ২০ দিন ছিলেন লাইফ সাপোর্টে।
নিজস্ব ঢঙে কৌতুক পরিবেশন করার কারণে রাজু শ্রীবাস্তব জনপ্রিয় হয়েছিলেন দেশের সাধারণ মানুষের মধ্যে। টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে তাঁর যাত্রা শুরু। অভিনয় করেছেন বেশি কিছু সিনেমা এবং ছোটপর্দার অনুষ্ঠানেও। অংশ নিয়েছিলেন ‘বিগ বসে’ও।
রাজু শ্রীবাস্তব ছিলেন উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান।
Comments are closed.