জুলাই গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

0 ৭১

নিজেস্ব প্রতিনিধি (নাটোর): জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে নাটোরের বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত আব্দুল্লাহ আল বাকী মিঠু, সহকারী কমিশনার (ভ‚মি) সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি মাশরাফি বিন মোস্তফা সাফাত, মোনায়েম ইসলাম রুমি ও ইয়াহিয়া খান প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহতদের পরিবারের সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া শেষে আহত রুবেল উদ্দিন ও আব্দুল্লাহ আল বাকী মিঠু প্রত্যেকের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.