জুলুমের স্বর্গ বেশিক্ষণ টিকে না : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কোনো জুলুম অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে খানিক স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করলেও তা বেশিক্ষণ থাকে না। এই সরকার তুলনামূলক বেশি সময় থেকেছে। তার যাওয়ার সময়টা আমাদের অতিসংক্ষেপ করতে হবে।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
বিএনপিনেতা বলেন, ‘এই সরকার যাবে এতে কোনো সন্দেহ নেই। তারপরে তো কেউ না কেউ ক্ষমতায় আসবে। সেটা যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা ভবিষ্যতে কী করবেন? এটা মনে হয়, জনগণকে জানানো খুব জরুরি। কারণ, এই সরকারের নিষ্পেষণ, নির্যাতন, মুদ্রাপাচার দুর্নীতি এগুলো মোটামুটি ঘরে ঘরে জানা হয়ে গেছে। এ থেকে জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। আমরা সেই আন্দোলন সফল করতে পারব। কারণ, জনগণের ইচ্ছাশক্তির কাছে কোনো শক্তিই টিকে থাকতে পারে না। ইতিহাসের শিক্ষা এটা, সবাই জানে।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এখন জিয়াউর রহমানের কথা আমাদের মনে করতে হবে। কথা কম, কাজ বেশি করতে হবে। জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশের মানুষ কেমন আছে? জুলুম, নির্যাতন থেকে তাদেরকে মুক্ত করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।’
ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা নেসারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
Comments are closed.