জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0 ৩৮
বলিউড অভিনেত্রী জেরিন খান। ছবি : টুইটার থেকে নেওয়া

আইনি জটিলতার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী জেরিন খান। জানা গেছে, ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শিয়ালদহ আদালত।

২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন এবং ছয়টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল ‘হেট স্টোরি ৩’-খ্যাত এই  অভিনেত্রীর। অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা। কিন্তু সেই সময় কোন কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি নায়িকা।

ওই সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য জেরিন খান এবং তার ম্যানেজারকে অগ্রিম হিসাবে প্রায় ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি। সংস্থার দাবি, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজে কয়েক লক্ষ টাকা খরচ হয়।

গত বছর জুন মাসে জেরিনের ম্যানেজার অঞ্জলি গৌতম অথাকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী, মাসে এক বার কলকাতায় হাজিরা দেওয়ার কথা ছিল অঞ্জলির। সেই সময় অঞ্জলির আইনজীবী আদালতে জানান, তার মক্কেল ওই মামলায় প্রধান অভিযুক্ত নন। তবে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আইনজীবী আরও অভিযোগ তোলেন, মামলায় প্রধান অভিযুক্ত আদতে তদন্তে সহযোগিতা করছেন না। সেই ঘটনার বছর খানেক পর অভিযুক্ত জেরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল শিয়ালদহ আদালত।

Leave A Reply

Your email address will not be published.