
মতবিনিময় কালে আবুল কালাম আজাদ বাচ্চু সাংবাদিকদের জানান, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবো। বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারিনি। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নেয়া। আর দল যদি মনে করে এখানে একক প্রার্থী ঘোষনা করবে সেক্ষেত্রে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, পানানগর ইউপির নারী সদস্য স্বপ্না, দেলুয়াবাড়ী ইউপির সদস্য লাবনী, ইউপির সদস্য আবুল বাসার, মাড়িয়া ইউপির সদস্য আমিনুল ইসলাম, পানানগর ইউপির সদস্য আবুল হাসান, বদর উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান প্রমুখ।
Comments are closed.