জোড়া উইকেট নিয়ে সাকিবের নতুন রেকর্ড

১৯৪
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান মানেই অনন্য। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব নিজেকে বারবার মেলে ধরেছেন বিশ্ব দুয়ারে। তবুও মাঝে মাঝে শোনা যায়, সামর্থ্যের সবটা দেন না তিনি। তবে ঠিকই গড়ে ফেলেন রেকর্ড। এবার হলেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি!

রানের ফুলঝুরি ছোটানো সূর্যকুমার যাদবকে বোল্ড করে সাজঘরে পাঠালেন সাকিব আল হাসান। এর আগে আসরে প্রথমবার রান পাওয়া লোকেশ রাহুলকে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার সাকিবের। তাতে ছুঁয়ে ফেললেন অনন্য এক অর্জন। সঙ্গে আছেন একজন, সামনে কেউ নেই।

আজ মাঠে নামার আগে সাকিবকে হাতছানি দিচ্ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার হওয়ার সুযোগ। সেই সুযোগ সম্পূর্ণ নিজের করে নিতে আরও এক ম্যাচ হয়তো অপেক্ষা করাবেন তিনি, তবে যৌথভাবে শীর্ষে উঠেছেন সাকিব। ১০৮ ম্যাচে সাকিব নিয়েছেন ১২৭ উইকেট। সমান উইকেট নিউজিল্যান্ড পেসার টিম সাউদির, ১০৩ ম্যাচ লেগেছে সাউদির।

৫ ম্যাচ বেশি খেললেও ইকোনমি ও গড়ে সাউদির চেয়ে এগিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১০৮ ম্যাচে সাকিবের গড় ২১.১১, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮১। ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন পাঁচবার, পাঁচ উইকেট এক ম্যাচে।

Comments are closed.