জয়রথে নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে এস্তোনিয়াকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে নেদারল্যান্ডস।
প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে জিতে নেদারল্যান্ডস। জোড়া গোল করেন রায়ান বাবেল। মেমফিস ডিপাই ও জর্জিনিয়োর গোল একটি করে।
ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডালে ব্লিন্ডের ক্রস থেকে পাওয়া বল ডান পায়ের শটে ঠিকানায় পৌঁছে দেন বাবেল।
বিরতির পর বাবেলের গোলেই ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। ডিপাইয়ের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৭৬তম মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে ব্যবধান আরও বাড়ান ডিপাই। শেষ দিকে ভিনালডামের হেডে করা গোল ডাচদের বড় জয় নিশ্চিত করে।