ঝালকাঠি প্রতিনিধি: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান থেকে সব ধরনের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে ঝালকাঠি পৌরসভার একটি দল শহরের বিভিন্ন সড়ক, অফিস এবং রাজনৈতিক দলের কার্যালয় থেকে পোস্টার ও ব্যানার নামিয়ে ফেলতে শুরু করে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ জানান, শহর থেকে সম্পূর্ণভাবে পোস্টার ও ব্যানার অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নির্বাচনী ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণের বিষয়ে গত শুক্রবার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/