টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ১৩ লাখ ছাড়াল

0 ৫৮৯

দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, ৪৯০ জনের মধ্যে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন। আর নারী চার লাখ ৩৬ হাজার ৯৭ জন। এসব গ্রহীতার মধ্যে ৪৯০ জনের মাথা ব্যাথা, গলা ব্যথা ও হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

মঙ্গলবার টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৮৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার জন, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০ জন, রংপুর বিভাগে ২৫ হাজার ২৬ জন, খুলনা বিভাগে ২৫ হাজার ২৬ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ জন, সিলেট বিভাগে ১২ হাজার ৩৯৮ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

Leave A Reply

Your email address will not be published.