ট্রাভিস হেডের স্ত্রীকে ভারতীয় দর্শকের এ কেমন হুমকি!
বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অসিদের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা দলটির ওপেনার ট্রাভিস হেডের। রান তাড়া করতে নেমে ফাইনালে ৪৩ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। একপর্যায়ে ম্যাচ ভারতের মুঠোয় বলে মনে হয়েছিল। তখন অস্ট্রেলিয়ার পক্ষে ঢাল হয়ে দাঁড়ান হেড। ভারতীয় বোলারদের কাঁদিয়ে ৯৫ বলে শতক তুলে নেন অসি ওপেনার।
তার এই ইনিংসটিই ফাইনালে দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষেই হেড খেলেছিলেন ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। সে ইনিংসে ভর দিয়ে অসিরাও পায় টেস্টে বিশ্বসেরা হওয়ার স্বাদ।
তাতেই মেজাজ হারান কিছু ভারতীয় ক্রিকেটপ্রেমী। গতকাল রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ফাইনালের পর সোশ্যাল মিডিয়ায় সরাসরি হেডকে হুমকি দেওয়া হয়। গত ১৬ জুন নিজের স্ত্রী ও কন্যার একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন হেড। ভারতকে হারানোর পর কাল সেই পোস্টের কমেন্ট সেকশনে দেখা যায়, বেশ কয়েকজন ভারতীয় সেখানে বাজে মন্তব্য করেন। হেডের স্ত্রীকে ধর্ষণের হুমকি দেন কয়েকজন। এ ছাড়া, গালাগাল করেন আরও কয়েকজন।
এমন কদর্য আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানাচ্ছেন ভারতেরই অনেকে। সেসব মন্তব্যের রিপ্লাইতে তারা কমেন্ট ডিলিট করার জন্যও বলেছিলেন। কেউ কেউ আবার পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তবে, অস্ট্রেলিয়া দল কিংবা হেডের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি।