ডমিঙ্গোতে আস্থা রাখছে বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। প্রশ্ন ওঠে কোচের দায়িত্ব এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। একপর্যায়ে বাংলাদেশ দলের সঙ্গে ডমিঙ্গোর ভবিষ্যৎ অনিশ্চিয়তার মুখে পড়ে। তবে, শেষপর্যন্ত প্রধান কোচ পরিবর্তন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাসেল ডমিঙ্গোতেই আপাতত ভরসা রাখছে বিসিবি। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
আজ বৃহস্পতিবার এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এ মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। হেড কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েকদিন আগে সভাপতিও বলেছেন, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’
বিসিবির এ পরিচালক আরও বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে শুধু ক্রিকেট অপারেশন্সই নয়, নির্বাচকদের মতো পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’
চলতি বছর ক্রিকেটে খুব ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এর পর আফগানিস্তান সিরিজ। এর পর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে… এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছেন। তবে, আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে। আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’
ডমিঙ্গো থাকলেও চুক্তি নবায়ন করেননি পেস বোলিং কোচ ওটিস গিবসন। চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে চুক্তি শেষ হবে গিবসনের। দুই বছরের চুক্তি শেষ হলে নতুন করে বাংলাদেশের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না তিনি। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের কোচিং প্যানেলে যোগ দেবেন সাবেক এ ক্যারিবীয় পেসার।
আগামী ২০ জানুয়ারি গিবসনের সঙ্গে বাংলাদেশ দলের চুক্তি শেষ হবে। আগামী ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে পিএসএল। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে গিবসন পাড়ি জমাবেন পাকিস্তানের লিগটির দল মুলতান সুলতানে। গিবসনের সঙ্গে চুক্তির ব্যাপারটি নিজেদের অফিশিয়াল টুইটারেও জানিয়ে দিয়েছে পিএসএলের দলটি।
Comments are closed.