মাসুদ রানা, আটঘরিয়া ( পাবনা) প্রতিনিধি: পূর্বশক্রুতার জেরে ডিবিসি নিউজের সাংবাদিক প্রযোজক আব্দুল বারীকে হত্যার প্রতিবাদে পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন (বৃহঃবার) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে শহরের অব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
গত ০৭ জুন (বুধবার) রাজধানীর নিকেতনের কাছে হাতিরঝিল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে।
পূর্বশক্রুতার জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, মাছরাঙা টিভির ব্যুরো চীফ উৎপল মির্জা, প্রবীন সাংবাদিক আব্দুল হামিদ খান, রেডিও বাংলাদেশ পাবনা সংবাদদাতা সুশিল তরফদার,
প্রবীন সাংবাদিক বীরমুক্তিয়োদ্ধা আব্দুল জব্বার, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী প্রশিক্ষক নরেশ মধু, সংবাদপত্র পরিষদের সম্পাদক শহীদুর রহমান, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী বাবলা, সিনসার সম্পাদক এস এম মাহাবুব, বাসসের রফিকুল ইসলাম,
আরটিভির আবুলকালাম, ফটো সাংবাদিক এস এম আলম, এস এম টিভির কলিট তালুকদার, একাত্তর টিভির মুস্তাফিজুর রহমান, ডিবিসি টিভির পার্থ হাসান, জিটির ইমরোজ খন্দকার, সাংবাদিক পাভেল মৃধা, যায়যায় দিনের আরিফ খন্দকার, পাবনা প্রতিদিনের মনিরুজ্জামান,
প্রতিদিনির সংবাদের খালেকুজ্জামান, এশিয়ান টিভির ফজলুল হক, পাবনা বার্তার শামসুল আলম, ঢাকা পোস্টের রাকিব হাসনাত সহ জেলায় কর্মরত অর্ধশত প্রিন্ট, ইলেকট্রনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকেরা এই মানবন্ধনে অংশ গ্রহণ করেন।
সারাদেশে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হয়রানী হুমকি, হামলা ও সংবাদ পরিবেশন করার কারনে পরিকল্পিত ভাবে হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত যে সকল সাংবাদিকে অকালে
শক্রুতাবশত হত্যা করা হয়েছে কোন ঘটনারই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়নি। একদিকে সাংবাদিক হত্যার মধ্যদিয়ে গণমাধ্যম কর্মীদের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে সাংবাদিক নামধরীরা সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে মূলধারা এই পবিত্র দায়িত্বশীল পেশাকে কুলশিত করা চক্রান্ত করছে। তাই সময় এসেছে এখন সাংবাদিক প্রযোজক বারী হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যদিয়ে সকল অপশক্তি,
সন্ত্রাসী ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার। এই হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে ও হত্যার মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান সকলে।
Comments are closed.