তথ্যমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

২৩৪

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মনানীয় মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ও তাঁর সহধর্মিনীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। শুক্রবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.