রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি স্মরণে সোমবার বাদ যোহর জেলার দূর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় মরহুমের কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারতের পর মরহুম তাজুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের খোঁজখবর নেন সিটি মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের পুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, প্রফেসর রুহুল আমিন প্রামানিক, কবি আরিফুল হক কুমার, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Comments are closed.