তানজিম সাকিবকে নিয়ে যা বললেন মিরাজ

0 ১৫৮
তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজ। ছবি : এএফপি

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে দুর্দান্ত অভিষেক ঘটে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। কিন্তু, পারফরম্যান্স ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় ফেসবুকে দেওয়া তার বিভিন্ন পোস্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার ধর্মীয় উসকানিমূলক ও নারীবিদ্বেষী পোস্টগুলো নিয়ে গত কয়েকদিন ধরেই বইছিল সমালোচনার ঝড়।

তবে, নিজের করা পোস্টগুলোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২০ বছর বয়সী তানজিম সাকিব তার করা পোস্টগুলো নিয়ে বিসিবিকে জানান, ‘কাউকে আঘাত করার জন্য সে এসব পোস্ট দেয়নি। যা দিয়েছে নিজে থেকে দিয়েছে। এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, এর জন্য সে দুঃখ প্রকাশ করেছে। তা ছাড়া সে কখনোই নারীবিদ্বেষী নয়, তার মা-ও একজন নারী।’

এর পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ একটি পোস্ট করেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তানজিম সাকিবকে নিয়ে করা পোস্টে মিরাজ লেখেন— ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে। মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে এবং স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’

তানজিম সাকিবের সবে শুরু। সামনে পুরো ভবিষ্যৎ। তা নিয়ে মিরাজ তার পোস্টের শেষে বলেন— ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল তানজিম হাসান সাকিব। আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com