
কলমা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান রাব্বির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, সম্মেলন উদ্বোধন করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।
সম্মেলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, এমপি ও তার অনুসারীদের খুশি করতে এক ইউনিয়নে আওয়ামী লীগকে দুটি ভাগে বিভক্ত করে পৃথক দুটি কমিটি ঘোষণা করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে কলমা ইউনিয়ন পূর্বের সভাপতি করা হয় পল্লী বিদ্যুতের সাবেক ঠিকাদার আব্দুর রাহিমকে এবং সাধারণ সম্পাদক করা হয় চন্দনকোঠা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারকে। আর পশ্চিমের সভাপতি করা হয় মনসুর রহমান এবং সাধারণ সম্পাদক করা হয় আতাউর রহমানকে।
এদিকে সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন পূর্ব ও পশ্চিম দুই কমিটিতে ৫ থেকে ৭ জন করে পদ প্রত্যাশী থাকলেও পছন্দের সভাপতি-সম্পাদকসহ চারজনের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।
এমন অবস্থায় কারও কোনো মতামত ছাড়া এমপির অনুসারীদের নিয়ে ইউনিয়নে আওয়ামী লীগের দুটো কমিটিতে নাম ঘোষণা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।