তানোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই গ্রেফতার ৩জন

0 ২৩৩
তানোর প্রতিনিধিঃরাজশাহীর তানোর  উপজেলার তানোর পৌর শহরে দেশীয়  অস্ত্রের মুখে এক মোবাইল ব্যাংকিং এজেন্টেরর কাছে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এঘটনায়  মোবাইল ব্যাংকিং এজেন্ট  জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৩ /৪জনকে আসামী করে  তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবসী সূত্র জানা গেছে,গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি ব্যাংকের এজেন্ট জাহাঙ্গীর আলম বাড়িতে ফিরছিলেন।তিনি  তানোর পৌর শহরের  তালন্দ সরদার পাড়া গ্রামে পৌঁছা মাত্র মোখশ পরা একাধিক ব্যাক্তি  হাসুয়া , চাকু গলায় ধরে টাকার ব্যাগ মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়।
এঘটনায় তানোর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গভীর রাতে  তানোর থানার কলমা ইউপি এলাকা থেকে ৩ জন গ্রেফতার করেন।এরা হলেন কলমা ইউপি এলাকার পিপড়া কালনা গ্রামের দুখু মিয়া পুত্র মাসুম (২৫), কলমা ইউপি এলাকার নড়িয়াল গ্রামের রিপন আলীর পুত্র নাজিউর (২৫) কলমা ইউপি এলাকার কুমড়াপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩০)।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন  , ছিনতাইয়ের ঘটনা শোনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে    বিভিন্ন প্রযুক্তির ব্যাবহার করে তাদের   নিজ বাড়ি থেকে  দুই জন এবং একজনকে এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Leave A Reply

Your email address will not be published.