
তানোর সাবরেজিষ্ট্রার তৌহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রেজিষ্টার মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা রেজিষ্ট্রার খালেদা পারভীন ,বাঘা উপজেলা সাব রেজিষ্ট্রার এন এ এম নকিবুল আলম।
তানোর উপজেলা নকল নবিশ সদস্য উজ্বল কুমার প্রামানিক ও কার্নিজ মেনলা সঞ্চালনায় উপস্থিত ছিলেন তানোর দলিল লেখক সমিতির সমিতির সভাপতি ফাইজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রায়হানুর রহমান সিনিয়র দলিল লেখক খলিলুর রহমান,উমর আলী, দেলোয়ার হোসেন, সাইদ সাজু,ইমরান হোসাইন,আঃসবুর,মনিরুজ্জামান মনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহরারসাইফুল ইসললাম নকল নবিশ জাহাঙ্গীর হোসেন,শাহাদত আলী,অলক কুমার,আঃখালেক প্রমুখ।