তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে তানোরে রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে সচেতনতামূলক ভূমিকম্প অগ্নিকান্ডে করণীয় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে একযোগে দেশের অন্যান্য স্থানের ন্যায় তানোরের সরনজাই ইউনিয়নের জামিন সিধাইড় এলাকায় নির্মিত দুর্যোগ সহনশীল বাড়িসহ উপজেলার ১৬ বাড়ির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সরণজাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ ও তানোর ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার আকবর প্রমুখ। এসময়ে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post