তানোরে নারী সমাবেশ অনুষ্ঠিত

0 ১৪১
তানোর প্রতিনিধি:  তানোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২০ সেপ্টেম্বর) তানোর উপজেলা পরিষদ হলরুমে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উক্ত অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন।
সমাবেশে বক্তাগণ জেন্ডার সমতার মাধ্যেমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের পদক্ষেপগুলো তুলে ধারেন। এছাড়া ডেঙ্গু মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার, মাদক, গুজব, বাল্যবিবাহের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে তাঁরা সচেতনতাসৃষ্টিমূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ।
নারী সমাবেশের শুরুতে একই স্থানে বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.