তানোর প্রতিনিধি: তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে খেলার উদ্বোধন করা হয়েছে।
তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় তানোর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে সোমবার (১৬মে) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিল্লাল হোসেন,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ,জনস্ব্যাস্থ প্রকৌশলী রবিউল ইসলাম,কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধরী,তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমহন, তানোর থানার কোচ আনোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় সকাল ১১টার দিকে উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৪-০ গোলে ও চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ পরাজিত করে।অপরদিকে বিকেল ৪টার দিকে কামারগাঁ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও সরনজাই ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৫_৪ব্যাবধানে পরাজিত করে। উল্লেখ্য তানোর উপজেলার ২টি পৌরসভা সহ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে।
Comments are closed.