তানোরে হাটের জায়গা জবরদখল
তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কচুয়া হাটের সরকারি জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। এঘটনায় গ্রামবাসীর মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে
এলাকাবাসীর পক্ষে কচুয়া গ্রামের
এমাজ উদ্দিন বাদী হয়ে একই গ্রামের নজরুল ইসলামকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।স্থানীয়রা জানান, আওয়ামী মতাদর্শী নজরুল ইসলাম বহিরাগতদের নিয়ে জোরপুর্বক হাটের জায়গায় ঘর নির্মাণ করেছেন।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, জেল নম্বর ২০৯,মৌজা কচুয়া, খতিয়ান নম্বর আরএস-১,দাগ নম্বর আরএস ৫৮০, পরিমাণ এক শতক। কচুয়া হাটের উক্ত সম্পতিতে বাদি এমাজ উদ্দিন খড়ের ছাউনী বিশিষ্ট একটি মাটির ঘর করে প্রায় ২৫ বছর যাবত ভোগদখল করে আসছেন। কিন্তু ঝড়ে ঘরের ছাউনী ঝড়ে উড়ে যায় ও বৃষ্টির পানিতে মাটির দেয়াল ভেঙ্গে যায়।
এদিকে বিবাদী তার দখলকৃত জায়গায় জোরপূর্বক জবরদখল করেছে। এমনকি পাকা ঘর নির্মাণের জন্য ইট-বালু জমা করেছে। ইট-বালু জমা করার কারণ জানতে চাইলে বিবাদী তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,ওই জায়গায় তার ঘর ছিল,ঘর ভেঙে যাবার তিনি নতুন করে ঘর নির্মাণ করছেন।তিনি বলেন, জায়গা সরকারি খাস সত্যি তবে তিনি একাই ঘর করছেন না,আরো অনেকের ঘর করা আছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেসুর রহমান বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাহেবকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসতুরা আমিনা বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে তাদের ঘর নির্মানে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, সার্ভেয়ার সাহেবকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে,তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।