তামিম আমার অডিও ফাঁস করেছে বলে তর্কে জড়ালেন তানজিন তিশা
তামিম নামে বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে সেখান থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে যান এই অভিনেত্রী।
তিনি অভিযোগ করে বলেন, আমি লাস্ট কিছুদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আমি স্ট্যাটাস দিয়ে যদি কিছু ক্লিয়ার করতে চাই সেখানেও হেরেজম্যান্টের শিকার হচ্ছি। তাই আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে বা ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাব।
এসময় সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়া’ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, একজন স্পেসেফিক সাংবাদিককে আমি একটা কথা বলেছি। সবাইকে বলিনি।
তিনি দাবি করেন, ওই সাংবাদিক (তামিম) তাকে এমন টেক্সট করেছেন যা সাংবাদিকতার নীতিবিরোধী। তখন উপস্থিত সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তিনি তর্কে জড়িয়ে যান।
এদিকে ক্ষমা চেয়ে ফেসবুকে দেওয়া পোস্ট ডিলিট করার কারণ সম্পর্কে তিশা বলেন, আমি যেটা নিয়ে লিখেছিলাম সেটা নিয়েও অনেক বুলিং হচ্ছিল। তখন আমার কাছে মনে হযেছে এই একট স্ট্যাটাসই আসরে এনাফ না।
এদিন বিকেল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিশা।
সম্প্রতি অভিনেত্রী তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন তিনি।