তালেবানের ‘জয়ে উচ্ছ্বসিত’ জইশ-ই-মোহাম্মদের মাসুদ আজহার

১৮১
পাকিস্তানভিত্তিক সংঠন জইশ-ই- মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহার। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ‘যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের’ পতন ঘটিয়ে ক্ষমতা দখল করা তালেবানকে শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানভিত্তিক সংঠন জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহার। বার্তা সংস্থা এএনআই’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ১৬ আগস্ট ‘লক্ষ্যের দিকে পৌঁছানো’ (মনজিল কি তরফ) শিরোনামে এক লেখায় এই শুভেচ্ছা জানান মাওলানা মাসুদ।

তালেবান ক্ষমতায় এলে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদের দুই-এক জন নেতা সীমান্তবর্তী আফগান অঞ্চলের প্রধান বা উপপ্রধান হতে পারে বলেও ওই লেখায় দাবি করেন মাওলানা মাসুদ। এ সময় আফগানিস্তানে তালেবানদের হয়ে এই গোষ্ঠীটি যুদ্ধে অংশ নিয়েছে বলেও জানান তিনি।

মাওলানা মাসুদ আজহার আরও বলেন, আফগানিস্তানে তাদের মুজাহিদ ভাইদের বিজয় তাদের অনুপ্রেরণার অংশ। কর্মীদের কাশ্মির বিষয়ে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান মাওলানা মাসুদ আজহার।

Comments are closed.