তাসকিনকে পুরস্কৃত করার পরামর্শ মাশরাফীর

২৪০
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও পেসার তাসকিন আহমেদ। ফাইল ছবি

তাসকিন আহমদকে নিয়ে বরাবরই উচ্চাশা পোষণ করেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলে সাবেক এই অধিনায়কের ছায়ায় বেড়ে উঠেন তরুণ এই পেসার। মাঝখানে কিছুটা খারাপ সময় কাটলেও এখন ফর্মের তুঙ্গে আছেন তাসকিন। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এই পেসারকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন মাশরাফী। আর বিসিবি থেকে তাসকিনকে পুরস্কৃত করার দাবি জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মাশরাফী বলেন, ‘তাসকিন পরিশ্রমের ফল পাচ্ছে। করোনার সময় কঠোর পরিশ্রম করেছে, এখন ফল পাচ্ছে। এখন ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়া তার পেছনে থাকবে, মানুষজন তার পেছনে থাকবে। মাটিতে পা রেখে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এটা সবসময় অনুধাবন করতে হবে। আমি নিশ্চিত ও তা করবে। ক্যারিয়ারের শুরুতে পাঁচ উইকেট পাওয়া ওর সেটব্যাক ছিল। এরপর আবার ঘুরে দাঁড়ানো। আমি আশা করি ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখবে।’

সাবেক সফল অধিনায়ক আরও বলেন, ‘যখন একজন খেলোয়াড় ভালো খেলবে না, তাকে দলে রাখা কেউ ইতিবাচকভাবে নেবে না। তাসকিন আগে যখন পারফর্ম করতে পারছিল না, স্বাভাবিকভাবেই অনেক বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। বাইরেও হয়েছে, ভেতরেও হয়েছে। আসলে নিজের গুরুত্ব বোঝা জরুরি। নিজের মিশন, ভিশন বুঝতে পারলে খেলোয়াড়দের কাজটা সহজ হয়ে যায়। দিন শেষে খেলাটাই সব। খেলা ঠিক থাকলে সব ঠিক থাকে। খেলা ঠিক না থাকলে যত যা-ই করি, কিছুই ঠিক থাকবে না। তাসকিন বুঝতে পেরেছে, এটা ভালো।’

এবারের আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু তিনি দেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে মাশরাফী বলেন, ‘অ্যান্ডারসন ও ব্রডের পাশে থাকছে ইসিবি। ঠিক ক্ষতিপূরণ না, পুরস্কার দেওয়া হয়। তখন খেলোয়াড়দের ভালোলাগা কাজ করে, যে বোর্ড তাদের যত্ন নিচ্ছে। তখন টেস্ট কেন, যেকোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হয় তারা। দক্ষিণ আফ্রিকাকে দেখুন, এখন টেস্ট দলে কেউ নেই। তাই আমার মনে হয় বিসিবি ও খেলোয়াড়দের একটা সমন্বয় যদি থাকে, ন্যূনতম পুরস্কার দেওয়া। তখন বোর্ড ও খেলোয়াড়ের সম্পর্ক আরও সুন্দর হবে, যার প্রতিফলন মাঠে দেখা যায়।’

Comments are closed.