তিনদফা দাবিতে ৮০ দশকের ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

২৬৩
মো: পাভেল ইসলাম, রাজশাহী : বিভাগীয় শহর রাজশাহীতে সরকারি ওষুধ কারখানা স্থাপনসহ তিন দফা দাবিতে রাজশাহীতে মানবববন্ধন হয়েছে। আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ।
আজ সোমবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এই মানববন্ধন করে।
এই মানববন্ধন কর্মসূচি থেকে রামেক হাসপাতালকে ১ হাজার ২০০ শয্যা থেকে তিন হাজার শয্যায় উন্নীত করা এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়া রাজশাহীতে সরকারি ওষুধ কারখানা স্থাপন এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।
সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিকের পরিচালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, শাহারিয়ার সন্দেশ, কামরান হাফিজ, ফজলে রাব্বী বাদশা প্রমুখ।

Comments are closed.