তিন দিনে আফগানিস্তানের তিন প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের রাজধানী দখলে নিল তালেবান। এর মধ্য দিয়ে তিনটি প্রদেশের নিয়ন্ত্রণ গেল তালেবানের হাতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ কথা জানানো হয়েছে।
এর আগে ২০১৫ ও ২০১৬ সালে কুন্দুজ প্রদেশের দখল নিয়েছিল তালেবান।
রোববার এক বিবৃতিতে তালেবান জানায়, কুন্দুজের প্রাদেশিক রাজধানী শহরে গভর্নরের কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার ও কারাগারের দখল নিয়েছে তারা।
তালেবান জানায়, টানা তৃতীয় দিনে তৃতীয় প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র সংগঠনটি।
কুন্দুজের স্থানীয় লোকজনের বরাত দিয়ে আলজাজিরা এ খবরের সত্যতা জানিয়েছে। এ ছাড়া গতকাল শনিবার নিমরোজ এবং আগেরদিন শুক্রবার জাওজান প্রদেশের রাজধানীর দখল নেয় তালেবান।