তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত পাঁচ শতাধিক

0 ২৪৮
সিরিয়ার আজাজ এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরের ধ্বংসস্তুপের নিচ থেকে আহতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : রয়টার্স

তুরস্কের মধ্যাঞ্চলে এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পাঁচ শ’র বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে আহতদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর রাতের এই ভূমিকম্প সাইপ্রাস ও লেবানন থেকেও অনুভূত হয়।

পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে দিয়ারবাকির এলাকার একজন আহত নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা দোলনায় দোল খাওয়ার মতো কাঁপছিলাম। ঘরে আমরা নয়জন ছিলাম। আমার ছেলে এখনও ধ্বংসস্তুপের নিচে। আমি এখনও তার ফিরে আসার জন্য অপেক্ষা করছি।’

এ প্রসঙ্গে ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজিয়ান্তেপ শহরের বাসিন্দা এরদেম বলেন, ‘আমি আমার ৪০ বছরের জীবনে এরকম পরিস্থিতি কখনও দেখিনি।’

তুরস্কের ভাইস প্রেসিন্টে ফুয়াত ওকতাই জানিয়েছেন, ভূমিকম্পে ২৮৪ জন মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন ২,৩২৩ জন। ইতোমধ্যে দেশটি চতুর্থ মাত্রার সতর্কতা ঘোষণা করা হয়েছে আর এ মাধ্যমে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, ১১ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের গ্লানি বয়ে বেড়ানো সিরিয়ায় ২৩৭ জনের বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন ছয়শ’র বেশি মানুষ। দেশটির হামা, আলেপ্পো ও লাতাকিয়া প্রদেশের অধিকাংশ ভবনই ধসে পড়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

Leave A Reply

Your email address will not be published.