তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করায় দুই দোকানীকে জরিমানা

২৬৩

পাভেল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করায় দুটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বৃহস্পতিবার (১২মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ অভিযান চালায়। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নগরীর ভদ্রা বউ বাজার এলাকার রাব্বি স্টোর বোতলজাত সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছিলেন। অন্য পণ্য না কিনলে তিনি সয়াবিন তেল বিক্রি করছিলেন না।

তাই দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে নগরীর তালাইমারি এলাকার মেসার্স আব্দুল কাইয়ুম স্টোরেও বোতলজাত সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছিল।

তাই এই দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com