থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ৩১
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে শিশু দিবাযত্ন কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়েছে পুলিশের সাবেক এক কর্মকর্তা। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে বলেন, সাবেক এক পুলিশ কর্মকর্তা থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি ডে-কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। গুলিতে ৩১ জন নিহত হয়েছেন।
থাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও রয়েছেন।
দেশটির সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সব সংস্থাকে ব্যবস্থা নিতে এবং অপরাধীকে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।
Comments are closed.