
আটকৃতরা হলেন, কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর (হেলেনচাকুড়ি) গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মজিবর রহমান অরফে গোয়াল-৫০, ও তার ছেলে পারভেজ হোসেন-১৯, একই এলাকার বাবুল রহমান এর ছেলে আনারুল ইসলাম-২০, কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার উত্তর নাগাইশ গ্রামের দক্ষিন চান্দলা বলাখাল গ্রামের আবু সিদ্দিক এর ছেলে জুয়েল মিয়া-২৬, উত্তর নাগাইশ গ্রামের শাহ আলম এর ছেলে সুজন মিয়া-২৫, ব্রাক্ষনবাড়ীয়া জেলার কসবা থানার গঙ্গানগর গ্রামের আবু মুসা এর মেয়ে ও সুজন মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার -২৪।
এব্যাপারে ডিবি পুলিশের পক্ষ থেকে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম।