
এ সময় অনেকে উপস্থিত ছিলেন। মিলাদ-মাহফিল শেষে প্রায় ৬০০ জনের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
ব্রিঃ দ্রঃ মেসার্স চাঁদ ইন্ডাষ্ট্রিজে, সিদ্ধ কাটারি, নাজির ও স্বর্ণ চাল পাওয়া যাচ্ছে। দেশের যেকোনো স্থান থেকে চাল ক্রয় করতে চাইলে মেসার্স চাঁদ ইন্ডাষ্ট্রিজে যোগাযোগ করতে পারেন