দিল্লির ভরসা রাখতে পারলেন না মুস্তাফিজ

0 ১৫৯
মুস্তাফিজুর রহমান। ছবি : দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের হয়ে টানা দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু দুই ম্যাচেই বল হাতে দিল্লির ভরসা রাখতে পারলেন না বাংলাদেশি তারকা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খরুচে মুস্তাফিজ।

চিন্নাস্বামী স্টেডিয়ামে  শনিবার(১৫ এপ্রিল) দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিন ওভার বোলিং করার সুযোগ পান মুস্তাফিজ। এই তিন ওভারেই তিনি বিলিয়েছেন ৪১ রান। বিপরীতে ছিলেন উইকেটশূন্য। দিল্লির হয়ে সর্বোচ্চ রান তিনিই দিয়েছেন।

নিজের প্রথম ওভারে দেন ৯ রান। দ্বিতীয় ওভারে দিয়ে বসেন ১৯ রান। তৃতীয় ওভারে দেন আরও ১২ রান। সব মিলিয়ে আজকের ম্যাচে দিল্লির সবচেয়ে খরুচে বোলার তিনি।

মুস্তাফিজের খরুচে বোলিংয়ের দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে বেঙ্গালোর। সর্বোচ্চ ৫০ রান করেছেন বিরাট কোহলি। গ্লেন ম্যাক্সওয়েল করেছেন ১৪ বলে ২৪ রান। ২২ রানে আসে ফাফ ডু প্লেসির ব্যাট থেকে।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত মঙ্গলবার ৪ ওভারে ৩৮ রান খরচায় রোহিত শর্মার উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। সেদিন দিল্লির হারের জন্য অনেকটাই দায়ী ছিলেন বাংলাদেশি তারকা। আজও বোলিংয়ে হতাশ করলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.