দুই দিনে আয় সাড়ে ১০ কোটি!
বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর বোনজামাই আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তি পেয়েছে গত শুক্রবার (২৬ নভেম্বর)। মুক্তির দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করেছে সিনেমাটি।
গত শুক্রবার ভারতের বক্স অফিসে ‘অন্তিম’ নেট ৪.২৫ কোটি থেকে ৪.৫০ কোটি রুপি সংগ্রহ করে। গতকাল শনিবার সংগ্রহ কিছুটা বেড়েছে। ইন্ডিয়া টিভির খবর, গতকাল ৫.২৫ কোটি থেকে ৫.৫০ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। অর্থাৎ মুক্তির দুই দিনে ভারতের বক্স অফিসে এ সিনেমার সংগ্রহ প্রায় ১০ কোটি রুপি।
২৬ নভেম্বর একই দিনে মুক্তি পায় জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’। তাই বক্স অফিসে দর্শক ভাগাভাগি হয়েছে।
সালমান খান ফিল্মস প্রযোজিত মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অন্তিম’ সিনেমাটি মারাঠি ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার রিমেক। এ গ্যাংস্টার ড্রামাকে প্রশংসা করেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।
Comments are closed.