
মঙ্গলবার দুপুরে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের পুঠিয়া এরিয়ার আওতাধীন নওপাড়া (দুর্গাপুর) শাখায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এছাড়া ২০২৩ সালে গ্রামীণ ব্যাংকের নওপাড়া দুর্গাপুর শাখার সদস্যদের মাঝে ৬০ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপনের পরিকল্পনা নেয়া হয়েছে। ইতোমধ্যে ২৫ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকী ৩৫ হাজার চারা রোপণ করা হবে।
শাখা ব্যাবস্থাপক শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী জোনের পুঠিয়া এরিয়া ব্যবস্থাপক মিজানুর রহমান।
বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন শেষে গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের পুঠিয়া এরিয়া ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের এই সংকটকালীন সময়ে বৃক্ষ রোপনের বিকল্প নাই। দেশে বাসযোগ্য পরিবেশের আওতায় আনতে বেশি বেশি করে ফলজ ও বনজ গাছের চারা রোপন করে এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে নওপাড়া (দুর্গাপুর) শাখায় কর্মরত গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।